Header Ads

বিবেকহীনের উপর মানবিক হলেন প্রিন্সিপাল মামুন। আন-নূর নিউজ




বিবেকহীনের উপর মানবিক হলেন প্রিন্সিপাল মামুন 


আন-নূর ডেস্ক: গতকাল ফেনী দারুল ঈমান মাদরাসার সম্মানিত প্রিন্সিপাল হাফেজ মাও.মামুনুর রশিদ সাহেবের উপর আসামি জাহাঙ্গীর আলমের অতর্কিত হামলার বিষয়ে আজ বাদ মাগরিব এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গের আহবানে ফেনী জেলা প্রাইভেট মাদরাসা এসোসিয়েশনের নেতাদের দীর্ঘ বৈঠকের পর সন্ত্রাসী জাহাঙ্গীর আলমকে আত্মপক্ষ সমর্থন ও সকলের সামনে প্রিন্সিপাল মাও.মামুনুর রশিদের কদম ছুঁয়ে ক্ষমাপ্রার্থনা,ভবিষ্যতে ওলামায়ে কেরাম এর প্রতি  শ্রদ্ধাবোধ,এবং সকল প্রকার অন্যায়,অরাজকতা,ও যেকোন ধরনের অপরাধে আর না জড়ানোর মুচলেকায় উপস্থিত বৈঠকে সেচ্ছায় বিবেকহীন এর উপর মানবিক হয়ে প্রিন্সিপাল মামুনুর রশিদ সাহেব তাকে আল্লাহর ওয়াস্তে ক্ষমা করেন।

এই অপ্রীতিকর ঘটনায় যেসব বন্ধুরা অনলাইন অফলাইনে প্রতিবাদ ও শাস্তির দাবিতে সরব ছিলেন তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জেলা প্রাইভেট মাদ্রাসা এসোসিয়েশনের উপদেষ্টা আলহাজ্ব মাওলানা একরামুল হক ভূইয়াঁ।