Header Ads

মাওলানা রফিক আহমাদ (রহ) এর জানাযা ও দাফন সম্পন্ন


 

মাওলানা রফিক আহমাদ (রহ) এর জানাযা ও দাফন সম্পন্ন 



ফেনী জেলার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান শর্শদি ইসলামিয়া দারুল উলুম মাদ্রাসার প্রতিষ্ঠাতা  মুহতামিম শাহ সুফি নূর বখশ (রহঃ) এর সুযোগ্য নাতি ও বর্তমান মুহতামিম মাওলানা হাফেজ রশিদ আহমাদের মেজো ভাই, সৌদি আরবের মক্কার এনটিভির দর্শক ফোরামের উপদেষ্টা মাওলানা রফিক আহমাদের জানাযা ও দাফন সম্পন্ন হয়েছে। 

আজ রবিবার সকাল ১০টায় শর্শদি মাদ্রাসা মাঠে জানাযা শেষে মাদ্রাসায় অবস্থিত পারিবারিক কবরস্থানে মা-বাবা ও ভাইয়ের পাশে চিরনিদ্রায় শায়িত হয়েছেন।


জনাযায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত আলেম ওলামা, ছাত্র ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিতি মাদ্রাসার সুবিশাল মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। 


জানাযায় ইমামতি করেন মরহুমের বড়ভাই মাওলানা হাফেজ রশিদ আহমাদ। 

জানাযা পূর্ব এক সংক্ষিপ্ত আলোচনা পর্বে বক্তব্য রাখেন -মাওলানা আফজালুর রহমান, মুফতি ফখরুদ্দীন,মুফতি ইউছুফ,মরহুমের ছোটভাই মাওলানা ইসমাঈল হায়দার, জালাল উদ্দীন ফারুক,মাওলানা ইয়াছিন, আলাল উদ্দিন আলাল,ডাঃতাবারক উল্লাহ চৌধুরী বায়েজিদ, মরহুমের বড়ছেলে মাওলানা হাফেজ ফরিদ আহমদ প্রমুখ। 

বক্তারা মরহুমের বর্ণাঢ্য জীবনের জনসেবামূলক বিভিন্ন কাজের কথা আলোচনা করলে এক আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়।

রফিক আহমেদ তিন ছেলে, দুই মেয়ে ও স্ত্রী রেখে গেছেন। তিনি দীর্ঘ ৪০ বছর মক্কায় ছিলেন।