Header Ads

দারুল উলুম শর্শদির মুহাদ্দিস মীর সাহেবের ইন্তেকাল


 

  একজন নিভৃতচারী আলেমের চিরবিদায়    


ফেনীর ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান ‘শর্শদি ইসলামিয়া দারুল উলুম মাদরাসা’র সিনিয়র মুহাদ্দিস আল্লামা মীর হুসাইন (রহ.) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 

বৃহস্পতিবার (২৯ জুলাই) সন্ধ্যা ৬.১৫ মিনিটে কুমিল্লা কুছাইতুলি হাসপাতাল থেকে গ্রামের বাড়ি ছুফুয়ায় ফেরার পথে ইন্তেকাল করেন তিনি।

তাঁর (৩০ জুলাই) সকাল ১০ টায় নাঙ্গলকোট থানার ছুফুয়া বাজার আশরাফুল উলুম ইসলামিয়া মাদরাসার মাঠে অনুষ্ঠিত হবে।


আল্লামা মীর হুসাইন রহঃ ছিলেন একজন প্রবীণ আলেম।মুহাদ্দিস।মানুষ গড়ার কারিগর। দীর্ঘ ৫০ বছর ধরে তিনি দ্বীনের খেদমতে নিজেকে বিলিয়ে দিয়েছেন। 

পরিবার সূত্রে জানা গেছে গত দু'সপ্তাহ ধরে তিনি বার্ধক্যজনিত বিভিন্ন অসুস্থতায় ভুগছিলেন। ক’দিন ধরে অসুস্থতা কিছুটা তীব্র হলে কুমিল্লা কুচইতলি হসপিটালে ভর্তি করানো হয়।


আজ বিকেলে কিছুটা স্বাভাবিক অবস্থায় বলছিলেন, ‘আমার আর চিকিৎসার প্রয়োজন নেই,আমি সুস্থ আছি,আগামীকাল জুমার দিন,আমাকে তাড়াতাড়ি বাড়িতে নিয়ে যাও, আমি জুমার নামাজ পড়বো। পরবর্তীতে বাড়িতে আনার পথেই তিনি ইন্তেকাল করেন।মৃত্যুকালে তাঁর বয়স ছিলো ৭০ বছর।


দেশের প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠান শর্শদি ইসলামিয়া দারুল উলুম  মাদরাসায় দীর্ঘ ৫০ বছর যাবত মুহাদ্দিস হিসেবে দায়িত্ব পালন করেন। এসময় তিনি“সিয়াহ সিত্তাহ” তথা হাদিসের মৌলিক কিতাবগুলোর গুরুত্বপূর্ণ দরস দিয়েছেন। 


এছাড়াও তিনি কুমিল্লা জেলার নাঙ্গলকোট থানা অন্তর্গত ‘ছুফুয়া বাজার আশরাফুল উলুম ইসলামিয়া মাদরাসা’র সাবেক মুহতামিম ছিলেন।

মৃত্যুকালে ৫ ছেলে, ৪ মেয়ে রেখে যান 


আল্লামা মীর হুসাইন রহ.’র ইন্তেকালে দেশবাসী, আলেম সমাজ,শর্শদিবাসী ও তাঁর পরিবারে শোকের ছায়া নেমে আসে।