আন-নূর মিডিয়ার "ক্বেরাত সন্ধ্যা" আগামীকাল। আন-নূর নিউজ
আন-নূর মিডিয়ার "ক্বেরাত সন্ধ্যা" আগামীকাল
আন-নূর অনলাইন ডেস্ক:
২২জুন,২০২০
আন্তর্জাতিক ও জাতীয় পর্যায়ে পুরুষ্কারপ্রাপ্ত ক্বারীদের নিয়ে আন-নূর মিডিয়ায়ার ব্যবস্থাপনায় "ক্বেরাত সন্ধ্যা " আগামীকাল ২৩ জুন, মঙ্গলবার,
সন্ধ্যা ৭:৩০ অনুষ্ঠিত হতে যাচ্ছে।
পুরো অনুষ্ঠানটি আন-নূর মিডিয়ার ফেইসবুক পেইজে সরাসরি সম্প্রচার করা হবে।
পেইজ লিংক :https://www.facebook.com/An-Noor-Media-2045149485502377/
এতে তিলাওয়াত করবেন-
–আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত ক্বারী -
মাওলানা ক্বারী মঈনুদ্দীন তানভীর
-পিএইচপি কুরআনের আলোর পুরুস্কারপ্রাপ্ত হাফেজ, আব্দুল্লাহ শাফী
-মাওলানা হাফেজ নূরুল আলম জাওহারী
-হাফেজ এনামুল হাসান ইরফান
পুরো অনুষ্ঠানের উপস্থাপনায় থাকবেন-
জনপ্রিয় ক্যালিগ্রাফার,মাহমুদুল হাসান আরমান।
ব্যবস্থাপনায় : আদনান হায়দার।
আন-নূর মিডিয়ার পক্ষ থেকে সবাইকে পবিত্র কুরআন তিলাওয়াতের এ অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানানো হয়েছে।
Post a Comment