পাহাড় গিয়েছে ভেঙ্গে; শাহ্ মুহাম্মদ জুনায়েদ
আন-নূর ডেস্ক:
২২-৬-২০২০,সোমবার।
শাহ মুহাম্মাদ জুনায়েদ
--------------------------------------
( এক)
আমাদের ঝড় ঝাপ্টায় অাশ্রয় নেয়ার
মাথার উপর আকাশ ছোঁয়া সুউচ্ছ পাহাড়
গিয়েছে ভেঙ্গে
আমরা এখন পরম নিরাশ্রয়।
আমাদের আঁধার রাতের পাঞ্জেরী
গৌরবের সুউচ্চ মিনার
গিয়েছে ভেঙ্গে
আমরা এখন দুঃখ শোকে নিঃস্তব্ধ নির্বাক।
আমাদের প্রাণ প্রিয় হৃদয় স্পন্দ আর নেই
আমরা এখন শোকে নিঃসাড়।
(দুই)
দ্বীনের অারেক প্রদীপ গেলো নিভে চির তরে
কাঁদছে হৃদয় তার বিরহে যাচ্ছে অশ্রুঝরে
তিনি মোদের প্রিয় শায়েখ আল্লামা আবু তাহের
ইলমী অাকাশের ধ্রুবতারা হোসাইনী কাননের
উলামা কানন একে একে হচ্ছে ভ্রমরহিন
শোকর্ণাবে যাচ্ছে একার হোসাইনিয়ার দিন
অাধ্যাতিকতায় ছিলে যিনি খলীফায়ে অাল্লামা শফী
হাজার, হাজার শাগরেদ যার অাছে বিশ্বব্যাপী।
(তিন)
স্মৃতিরা অাজ এলোমেলো বিষাদ ছডায় বুকে
হৃদয় ভেঙ্গে কান্না অাসে পাথর হলাম শোকে।
ইচ্ছে হলে দৌডে যেতাম দেখতে তোমার মুখ
দেখে তোমায় মুগদ্ধ হতো অামার কাজল চোখ
( চার)
সাডা দিয়েছো তুমি মাওলার ডাকে
রেখে গেছো মোদের ছেডে,
তোমার কাপন কাধে তুলে।
যাচ্ছে যখন ওরা,
অশ্রু তখন বাধ মানেনা
কাঁদছে চুক্ষু জোডা।
দোয়ায় মাগফিরাত হোক তোমার নাজাত
উচু মাকাম পাও জান্নাতে
তোমার রূহের দোয়ায় যেন
সেথায় থাকতে পারি মোরা এক সাথে।
Post a Comment