Header Ads

মেখল মাদ্রাসা ৭ আগস্ট পর্যন্ত বন্ধ ঘোষণা। আন-নূর নিউজ



মেখল মাদ্রাসা ৭ আগস্ট পর্যন্ত বন্ধ ঘোষণা 


সাইফুল ইসলাম  
চট্টগ্রাম প্রতিনিধি  


আন-নূর ডেস্ক: করোনা (কোভিড-১৯) এর কারণে ১৭ জিলহজ্ব ১৪৪১ হিজরি মোতাবেক ৭ আগষ্ট পর্যন্ত আল-জামেয়াতুল ইসলামিয়া  হামিউচ্ছুন্নাহ মেখল বন্ধ ঘোষণা করা হয়েছে। 

আজ জামেয়ার সিনিয়র শিক্ষক মাওলানা জাকারিয়া নোমান সাহেব এই তথ্য জানিয়েছেন। 
তিনি বলেন: আজ মাদরাসার শিক্ষকদের এক জরুরী বৈঠক অনুষ্ঠিত হয়।এতে নিম্নোক্ত সিদ্ধান্তসমূহ গৃহীত হয়:

১- আগামী ১৮ ই জিলহজ্ব ১৪৪১ হিজরি মোতাবেক ৮ ই আগষ্ট শনিবার মেখল মাদরাসা খোলা হবে।এবং ৯ ই আগষ্ট ২০২০ রবিবার মাদরাসার ভর্তি কার্যক্রম আরম্ভ হবে।

২- ৮ ই আগষ্ট ২০০২০ থেকে মাদরাসার সিট প্রদান করা হবে।

৩- এরপর অতিদ্রুত সময়ে মাদরাসার শিক্ষা-কার্যক্রম শুরু হবে।

উক্ত সময়ের আগে মাদরাসায় ছাত্রদের না আসার নির্দেশ দেওয়া হয়েছে।