Header Ads

ফেনীর কেন্দ্রীয় মসজিদের ইমাম কে বাঁচাতে প্রয়োজন প্লাজমা থেরাপির। আন-নূর নিউজ



আন-নূর নিউজ ডেস্ক:
১৯-৬-২০২০ শুক্রবার

ফেনীর বিশিষ্ট আলিমে দ্বীন, ফেনী সেন্ট্রাল মসজিদের সম্মানিত খতিব, ফেনী আলিয়া মাদ্রাসার হেড মুহাদ্দিস মাওলানা সাইফুল্লাহ করোনা আক্রান্ত হয়ে ঢাকার ইবনে সিনা হসপিটালে চিকিৎসাধীন।

তাঁর শারীরিক অবস্থা ভালোই ছিল। গতকাল থেকে অক্সিজেন স্যাচুরেসন-এ বেশ সমস্যা হচ্ছে। অক্সিজেন সাপোর্ট ছাড়া বেশ বিপদজনক অবস্থায় চলে যাচ্ছে।

এমতাবস্থায় ডাক্তার প্লাজমা দেওয়ার সাজেশন দিয়েছেন। খুব জরুরি ভিত্তিতে ১ ব্যাগ এ পজেটিভ (A+) প্লাজমা দরকার।

এই সংকটাবস্থায় প্লাজমা ম্যানেজ কতটা কঠিন, নিশ্চয় উপলব্ধি করছেন। স্ট্রেইট রক্ত হলে সমস্যা ছিল না। আর তাদের প্লাজমা দরকার, যারা ইতোমধ্যে করোনা আক্রান্ত হয়ে সুস্থ হয়ে উঠেছেন। বিনীতভাবে অনুরোধ করছি, আপনার আশেপাশে কেউ প্লাজমা ডোনেটর থাকলে মেহেরবানি করে কথা বলুন প্লিজ। এই স্ট্যাটাস পড়ে ব্যাপারটাকে স্রেফ হালকা হিসেবে নিবেন না প্লিজ।

আর প্রয়োজনীয় সময়ে সাপোর্ট না দিয়ে পরবর্তীতে শোকাবহ স্ট্যাটাসের মূল্য কী? একজন প্রখ্যাত আলিম জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। আমরা সচেতনভাবে কি একটু চেষ্টা করব না?

01793129289 নম্বরে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। অনুরোধ করছি, এই কঠিন সময়ে অপ্রাসঙ্গিক ফোন দিবেন না প্লিজ।