Header Ads

মাস্ক না পড়লে হতে পারে ১ লাখ টাকা জরিমানা । আন-নূর


মাস্ক না পড়াটা এখন অপরাধ এ অপরাধে গুনতে হবে জরিমানা হতে পারে যে জেলও। মাস্ক করার বাধ্যবাধকতা জারি করে প্রজ্ঞাপন জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর। তাই মাস্ক না পড়লে সংক্রামক রোগ প্রতিরোধে আইনের আওতায় ৬ মাস পর্যন্ত জেল কিংবা এক লাখ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে।পুলিশও তৎপর হতে শুরু করেছেন আইনটি প্রয়োগে বিশেষজ্ঞরা বলছেন শাস্তির ভয় দেখিয়ে নয় মানুষের মধ্যে যৌক্তিক সচেতনতা তৈরীর কাজটিও করা দরকার ।