Header Ads

শর্শদি মাদ্রাসার সকল বিভাগের ক্লাস শনিবার থেকে শুরু। আন-নূর মিডিয়া


 আন-নূর মিডিয়া, ১৯ আগষ্ট, ২০২০   

ফেনীর ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান শর্শদি ইসলামিয়া দারুল উলুম মাদ্রাসার সকল বিভাগের ক্লাস আগামী ২২ আগষ্ট, শনিবার থেকে আরম্ভ হবে বলে জানা গেছে।

এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি আজ অফিসিয়ালভাবে প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে যা বলা হয়েছে : 

সকল ছাত্রদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে , আগামী ২২/৮/২০২০ ইং রোজ শনিবার থেকে মাদরাসার সকল বিভাগের দরস যথারীতি শুরু হবে ইনশাআল্লাহ ৷ সকল ছাত্রদেরকে ভর্তি কার্যক্রম সম্পন্ন করে আগামী শনিবার থেকে দরসে উপস্থিত থাকার জন্য দফতরে তা'লিমাত থেকে নির্দেশ দেওয়া হয়েছে ৷ 


দফতরে তা'লিমাতশ

শর্শদি মাদরাসা , ফেনী ৷