Header Ads

হেফাজত ফেনী জেলার নতুন কমিটি;সেক্রেটারি পদে নতুন মুখ। আন-নূর মিডিয়া

 


আন-নূর মিডিয়া, ২১আগষ্ট, ২০২০   

হেফাজতে ইসলাম বাংলাদেশ ফেনী জেলা শাখার ৩৩ জন শুরা সদস্যদের উপস্থিতিতে ১১৮ সদস্য  বিশিষ্ট ফেনী জেলা কমিটির পূর্নাঙ্গ তালিকা প্রকাশ করা হয়েছে। 
২০/৮/২০২০ বৃহস্পতিবার বাদ জোহর ফেনী জামেয়া ইসলামীয়া মাদ্রাসায় সিনিয়র সহ সভাপতি মাওলানা রুহুল আমীনের সভাপতিত্বে এক জরুরি সভায় সর্বসম্মতিক্রমে  উক্ত সিদ্ধান্ত গৃহীত হয়। 
উল্লেখ্য  প্রায় আট বছর আগে গঠিত  ৯১ সদস্য বিশিষ্ট কমিটির কিছু সদস্য ইন্তেকাল করেছেন ও কিছু সদস্য বিদেশ গমন করেছেন বিধায় সংস্কারের প্রয়োজন হয়।  লক ডাউনের কয়েকদিন আগে জেলা শীর্ষ ওলামায়ে কেরামদের নিয়ে গঠিত শুরা সদস্যদের ঐক্যমতের ভিত্তিতে আগের কমিটির বিলুপ্ত ঘোষণা করা হয়। এবং  ৪ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়, শুরা সদস্যদের উপস্থিতিতে "সবাই ভোটার সবাই প্রার্থী" এ ভিত্তিতে গোপন ব্যলটের মাধ্যমে সভাপতি, সেক্রেটারি ও সাংগঠনিক সম্পাদক এ তিনটি পদ নির্বাচন করা হয়। যথাক্রমে সভাপতি মাওলানা আবুল কাসেম ও সেক্রেটারি মাওলানা সাইফুদ্দিন কাসেমী, সাংগঠনিক সম্পাদক মাওলানা ওমর ফারুক, এ তিনজন সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হন।
নব নির্বাচিত তিন সদস্যগন শুরা সদস্যদের  সহযোগিতা ও পরামর্শ নিয়ে ১১৮ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটির তালিকা প্রনোয়ন করেন।