Header Ads

গণপরিবহণ চলাচলে তেলের দাম কমানোর দাবি। আন-নূর নিউজ



প্রতিবেদক:- জাবেদ জাওহারী

করোনা পরিস্থিতিতে লক ডাউন ঘোষণা হওয়ায় বন্ধ হয়ে গিয়েছিল সড়ক পরিবহণ গুলো, হুমকির মুখে পড়েছিল পরিবহণ শ্রমিকদের জীবিকা নির্বাহের মাধ্যম।
লক ডাউন শেষ হওয়ায় দীর্ঘ তিন মাস পর সড়কে আসার সুযোগ পায় পরিবহণ শ্রমিকরা, স্বাস্থ্য বিধি মেনে অর্ধেক যাত্রী নিয়ে চলাচল করছে গণপরিবহণ। নির্ধারিত ভাড়ার ৬০% বৃদ্ধি আদায় করেই যাতায়াত করছেন যাত্রীরা।

এদিকে পরিবহণ শ্রমিকরা জানান যাত্রী কম হওয়াতে গাড়ির তেলের খরচ উঠাতেও হিমশিম খেতে হচ্ছে।
অপরদিকে তেলের মূল্য কমাতে দাবি তুলেন বিশেষজ্ঞরা।
তারা বলেন তেলের মূল্য কমালে আর্থিক ভোগান্তি থেকে মুক্ত হবেন সাধারণ যাত্রী এবং পরিবহণ শ্রমিকরা।