Header Ads

ড.আ ফ ম খালিদ হুসাইনকে জামেয়া জিরির মুহাদ্দিস হিসেবে নিয়োগ।আন-নূর নিউজ

  জামেয়া জিরির মুহাদ্দিস হলেন ড. আ ফ ম   খালিদ হুসাইন।

সাইফুল ইসলাম
চট্টগ্রাম প্রতিনিধি:   


আন-নূর ডেস্ক: ড. আ ফ ম খালিদ হুসাইন আল জামেয়াতুল আরবিয়া জিরির সিনিয়র শিক্ষক হিসেবে নিযুক্ত 

বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্কলার- ড. আ ফ ম খালিদ হুসাইন দক্ষিণ চট্টগ্রামের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আল জামেয়াতুল আরবিয়া জিরির সিনিয়র শিক্ষক হিসেবে নিযুক্ত হয়েছেন।

জামেয়ার পরিচালক হাফেজ মাওলানা খোাবায়বের অনুরোধে তিনি সম্মতি জ্ঞাপন করেছেন।

ড. আ ফ ম খালিদ হুসাইন ইতিপূর্বে ওমর গণি এম ই এস কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক হিসেবে অবসরে গিয়েছেন।
তিনি দীর্ঘদিন যাবত জামেয়া ইসলামিয়া পটিয়ার মুখপাত্র আত-তাওহীদের সম্পাদনার গুরুদায়িত্ব পালন করছেন।

তিনি একাধারে আলোচক গবেষক ও লেখক। তার একাধিক গবেষণামূলক গ্রন্থ ও প্রবন্ধ ছেপেছে। যা পাঠক মহলে সমাদৃত।