Header Ads

করোনা দুর্যোগেও মানবতার ফেরিওয়ালা গাজী ইয়াকুব। আন-নূর নিউজ



প্রতিবেদক:- নুরুল আলম জাওহারী

যখন ঢাকা শহরসহ সারা বাংলাদেশের বিভিন্ন জেলায় জেঁকে বসছে করোনা।এবং জ্যামিতিক হারে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। বাড়ছে মৃতের সংখ্যাও। দিন দিন রোগী ও মৃতের সংখ্যা বাড়ায় আতংক ছড়িয়ে পড়েছে সর্বত্র। রোগীর সেবা ও মৃতদেহ দাফনে স্বজনরাও কাছে ভিড়ছে না। সাধারণ অসহায় মানুষের খোঁজ নিতেও ভয় পাচ্ছেন অনেক দানবীর।

ঠিক এমন চরম মুহূর্তে করোনার উপসর্গে মারা যাওয়া ব্যক্তিদের কাফন-দাফন, আইসোলেশনে প্রয়োজনীয় সেবা নিশ্চিতকরণ ও করোনায় অসহায় হয়ে পড়া মানুষগুলোর দ্বারে দ্বারে সহযোগিতার উপহার পৌঁছে দেয়াসহ সাবান-স্যানিটাইজার ব্যবহারে সচেতনতা বাড়াতে অবিচল মাঠে কাজ করছে মানবতার মাওলানা গাজী ইয়াকুব সাহেবের প্রতিষ্ঠিত মানবিক টিম  তাকওয়া ফাউন্ডেশন।

করোনা রোগীর হার রাজধানী ঢাকায় বেশি থাকায় প্রথমে সেখানে উদ্যমী তরুণদের নিয়ে মানবসেবামূলক সকল কার্যক্রম শুরু করেন জনদরদী গাজী ইয়াকুব। উদ্যোগটা নিয়েছিলেন প্রথমে ছয়জন মিলে।এখন কেবল ঢাকায় সেচ্ছাসেবী আছেন অন্তত ৭০ জন।ঢাকার বাহিরেও আছে তাঁদের কার্যক্রম।করোনায় বিপর্যস্ত মানুষের খাদ্য সহায়তা ও ফুড প্যাকেজ ইত্যাদির মাধ্যমে মানবসেবায় সর্বমহলে সবার দৃষ্টি কাড়তে সক্ষম হলেন মানবতার ফেরিওয়ালা গাজী ইয়াকুব ও তার তাকওয়া ফাউন্ডেশন। 

করোনার সংকটাপন্ন এ পরিস্থিতিতে অসহায়দের সহায় হলেন গাজীর এ ফাউন্ডেশন।তাঁর এসব নিঃস্বার্থ জনকল্যাণমূলক তৎপরতা দেখে আরো বহু তরুণ ও বিভিন্ন সংগঠনের নেতারা সেচ্ছাশ্রমে কাজে নামতে আগ্রহী হয়ে উঠলেন।এবং তাঁরাও টিম গঠন করে  প্রথমে করোনা বিষয়ে সচেতনতামূলক প্রচারণা চালান। জীবানুনাশক তরল তৈরি করে প্রত্যন্ত অঞ্চলে স্প্রে করা এবং অসহায়দের মাঝে খাবার পৌঁছে দেয়ার কাজ করেন। এসব দেখে স্বেচ্ছায় টিমে বহু তরুণরা অন্তর্ভুক্ত হয়েছেন।

মিডিয়া সূত্রে জানা গেছে।বেশ কয়েকটি জেলায় ছাত্রলীগ পর্যন্ত গাজী ইয়াকুবের কাজ থেকে উদ্বুদ্ধ হয়ে তাঁরাও এ দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে সহযোগিতা করে যাচ্ছেন। এবং সামর্থের আলোকে বহু জনদরদী ব্যক্তিরাও যুক্ত হয়েছেন সেবামূলক কাজে।
সর্বোপরি মানবতার এ মাওলানা ও তাঁর ফাউন্ডেশন করোনার করুণ বিপর্যয়েও সেবামূলক কার্যক্রম চালিয়ে নেওয়ায় বিবিসি বাংলা,প্রথম আলো,নয়া দিগন্ত সহ জাতীয় মিডিয়ায় তাঁদের অবদানের কথা তুলে ধরা হয়।
পরিশেষে :আল্লাহ গাজী ইয়াকুব সহ  মানবসেবায় নিয়োজিত সকল দানবীর ও সেচ্ছাসেবী নেতা ও কর্মীদের কবুল করুন। অশান্তি দূর হোক, প্রশান্তি ফিরে পাক।হোক নিরাপদ বাংলাদেশ। 
জয় হোক মানবতার।