গফরগাঁওয়ের আলেম মাওলানা ফখরুল ইসলামের ইন্তেকাল। আন-নূর নিউজ
গফরগাঁওয়ের আলেম মাওলানা ফখরুল ইসলাম ইন্তেকাল করেছে।
আহসান রশীদ
ময়মনসিংহ প্রতিনিধি:
আন-নূর ডেস্ক: সর্বজশ্রদ্ধেয় আলিম, খলীফায়ে শায়খুল ইসলাম আল্লামা আহমদ শফী- মাওলানা ফখরুল ইসলাম সাহেব আজ(০৭/০৬/২০২০) ইন্তেকাল করেছেন।
ময়মনসিংহের গফরগাঁও এলাকাতে তার জন্ম। সেখানে এবং হাটহাজারীতে তিনি পড়াশোনা করেছেন।
এক অনন্য আখলাকের অধিকারী ছিলেন তিনি।
ছোট বড় সকলের সাথে সব সময়ই তার মিষ্টিমাখা হাসি ছিল।তার অনুপম চরিত্রে অল্প সময়ের মধ্যেই সকলের অন্তরে স্থান করে নিয়েছিলেন।
অল্প সময়ের মধ্যে তার গড়া পুকুরিয়া মাদ্রাসা সুনাম অর্জন করে।পনের বছরের মাদ্রাসাটিতে ছাত্র সংখ্যা প্রায় পনের শত।অসংখ্য ছাত্র তার স্পর্শে এসে জীবন পরিবর্তন করেছে।
তিনি কখনোই তার কোনো ছাত্রের কথা ভুলে যাননি,আবার তার এমন কোনো ছাত্র পাইনি যে উঠতে বসতে তার কথা বলে না।
আজ সকালে তাঁর নিজ মাদ্রাসা প্রাঙ্গনে জানাজা অনুষ্ঠিত হয়েছে।ময়মনসিংহ তথা বাংলাদেশের মানুষ একজন ক্ষণজন্মা মনীষীকে হারালো।
আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদাউস দান করুন।

Post a Comment