চাঁদ দেখা যায়নি, ঈদুল আজহা ১ আগষ্ট। আন-নূর মিডিয়া।
চাঁদ দেখা যায়নি, ঈদুল আজহা ১ আগষ্ট
২১জুলাই,২০২০
আন-নূর মিডিয়া: বাংলাদেশের আকাশে মঙ্গলবার সন্ধ্যায় পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা যায়নি । ফলে বাংলাদেশে ঈদুল আজহা হবে ১ আগষ্ট।
আজ মঙ্গলবার চাঁদ দেখা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
আগামী ১ আগস্ট দেশে পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদযাপিত হবে।
সন্ধ্যায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠকে বলা হয়, আজ ২১ জুলাই (মঙ্গলবার) বাংলাদেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা যায়নি। সে অনুযায়ী ২৩ জুলাই (বৃহস্পতিবার) থেকে শুরু হচ্ছে জিলহজ মাস। আর ১ আগস্ট (শনিবার) উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা।
জিলহজ মাস ইসলামের অতি মহিমান্বিত মাস। এ মাসেই ইসলামের দুটি মহান আমল পালন হয়ে থাকে। পশু কুরবানি ও পবিত্র হজ।
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে সোমবার জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় সেখানে ঈদুল আজহা উদযাপিত হবে ৩১ জুলাই; আর তার আগের দিন ৩০ জুলাই হবে হজ।
Post a Comment