প্রসঙ্গ বেফাক সংকট: মাওলানা শরীফ মুহাম্মাদ। আন-নূর মিডিয়া
প্রসঙ্গ বেফাক সংকট:
মাওলানা শরীফ মুহাম্মাদ
আন-নূর মিডিয়া: আল্লাহর ওয়াস্তে, বড়রা কথা বলুন। বড়রা এগিয়ে আসুন। চারদিক থেকে সক্রিয় হোন। বড়রা ঝুঁকি নিন। বড়দের ভেতরের সঙ্কট বড়রা সমাধান করুন। সংকট সমাধানে বড়রা এগিয়ে এলে, আমার ধারণা, ছোটদের আওয়াজ স্বয়ংক্রিয়ভাবে ছোট হয়ে যাবে।
দুর্নীতি/অনিয়ম/স্বেচ্ছাচার/অসংযম আপনি যে ভাষায় বলুন, দ্বীনি জাতীয় কোনো সার্বজনীন প্রতিষ্ঠানের উঁচু পদের জন্য মানানসই নয়। এটার সমাধান প্রয়োজন।
অভ্যন্তরীণ ক্ষেত্রে কোনো কোনো বড়র দুর্নীতির বিরুদ্ধে ছোটদের উচ্চকিত ক্ষুব্ধতা এই অঙ্গনে অনেক রকম প্রাতিষ্ঠানিকতা ও বিনয়-সংস্কৃতি ভেঙে দিতে পারে। অনেক নিয়ম, আদব-কায়দা সৌজন্য ও শৃঙ্খলা ধসিয়ে দিতে পারে। জাতীয় একটি প্রতিষ্ঠান থেকে শুরু হয়ে দেশব্যাপী ছোট বড় বহু প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ বিষয় নিয়ে যখন তখন বিদ্বেষ ও বিরোধের আগুন জ্বালিয়ে দেওয়ার পরিস্থিতি তৈরি হতে পারে। অনেক বাচ্চার শালীন শিক্ষা জীবন বরবাদ হয়ে যেতে পারে। এর কোনোটাই না হওয়া উচিত।
কিন্তু এর জন্য বড়দের পর্যায়ে সংকটের সমাধান দরকার। শিগগির দরকার, আন্তরিকভাবে দরকার। জেদ এবং পাল্টাপাল্টি আয়োজন, ধামাচাপা দেওয়ার উদ্যোগ, ধমক-ধামক, হুমকি শুভ ও সমাধানমূলক কোনো পরিস্থিতি তৈরি করবে বলে মনে হয় না।
জেদ ভালো না, ছোটদের জন্যও না, বড়দের জন্যও না। দায়িত্বশীল বড়দের শুধু তাকিয়ে থাকা এবং অপেক্ষা করা এ জাতীয় সংকটের ক্ষেত্রে ভালো ফল আনবে বলে মনে হচ্ছে না।
সবকিছু ভেঙে না পড়ুক। নিজেদের অঙ্গনে শক্তি ও জেদের পরিণতিহীন, আত্মবিনাশী দৌড় বৃদ্ধি না পাক। আল্লাহ তাআলা এই গোটা অঙ্গনকে হেফাজত করুন।
Post a Comment